একজন বালক এবং এক লোক একত্রে দৌড়াচ্ছে যেখানে বালকের ভর লোকের ভরের অর্ধেক এবং বালকের গতিশক্তি লোকের গতিশক্তির দ্বিগুণ । যদি লোকটির বেগ 1ms^-1 বৃদ্ধি করেন তবে তার গতিশক্তির বালকটির গতিশক্তির সমান হয়। লোকের বেগ না বাড়িয়ে যদি বালকটির বেগ সমপরিমান কমানো হয় কমানো হয়, তাহলে গতিশক্তি সমান হবে কিনা? গাণিতিক যুক্তি দাও।