সহজ করে কিছু শেখা

এডুদেশ সম্বন্ধে

এই পৃষ্ঠায় যা যা অন্তর্ভূক্ত রয়েছে তা হলোঃ

এডুদেশ ওয়েবসাইট এর অভ্যন্তরে কী কী টিউটোরিয়াল আছে তা জানা যাবে।

এডুদেশ টিউটোরিয়ালের ধরণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

টিউটোরিয়ালগুলোর শিখন পদ্ধতির সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যাবে।

টিউটোরিয়ালগুলোতে কোনো ভুল চোখে পড়লে তা কিভাবে কর্তৃপক্ষকে অবগত করা যাবে তা শিখা যাবে।

আপনার যে কোন সুপারিশ কিভাবে সানন্দে গৃহীত হবে তা জানা যাবে।


এডুদেশ অভ্যন্তরে?

সহজ ক’রে কোনো কিছু শেখা - এই স্লোগান নিয়ে এডুদেশ ওয়েবসাইট শিক্ষার উপর কাজ ক’রে যাচ্ছে। এটি প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালের প্রথমার্ধে।

শিক্ষার উপর এটি একটি সম্পূর্ণ অলাভজনক সেবামূলক সংস্থা।

কতকগুলো বিষয় বিশেষ ক’রে গণিতের বিভিন্ন শাখা যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি ইত্যাদির মত জটিল বিষয়গুলো বেসিক থেকে উচ্চতর পর্যন্ত টিউটোরিয়ালগুলো ধাপে ধাপে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে।

তাছাড়া বিভিন্ন টপিক এর উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন সন্নিবেশিত করা হয়েছে।


টিউটোরিয়ালগুলোর ধরণ

এডুদেশ ওয়েবসাইটে দুই ধরণের টিউটোরিয়াল বিরাজমান।

প্রথমটি হলো লিখিত টিউটোরিয়াল বা টেক্সট টিউটোরিয়াল।

কোনো বিষয়ের উপর লিখিত টিউটোরিয়ালের মাধ্যমে একজন শিক্ষার্থী খুব সহজে ধাপে ধাপে তা শিখতে পারে।

আর দ্বিতীয়টি হলো ভিডিও টিউটোরিয়াল।

ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে একজন শিক্ষার্থী কোন বিষয়কে সহজ থেকে সহজতর করে শিখে তার বিরাজমান জ্ঞান আরও সমৃদ্ধ করতে পারে।


টিউটোরিয়ালগুলো শিখন পদ্ধতি

এই ওয়েবসাইটে ব্যবহৃত টিউটোরিয়ালগুলো যৌক্তিক আকারে ধারাবাহিকতা বজায় রেখে সুসংগঠিত ও সুসজ্জিত। যদি কোনো টিউটোরিয়াল শিখনের সময় পূর্বের টিউটোরিয়ালটি দেখে নেয়া যায়, তাহলে শিখন আরও কার্যকরী ও স্থায়ী হবে বলে আশা করা যায়। আবার উদাহরণগুলো অনুসরণ করা জরুরী; কারণ প্রতিটি টপিকের অভ্যন্তরীণ বিষয়গুলো উদাহরণের সাহায্যে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে।

large JPG image...

আপনার সুপারিশ শ্রদ্ধেয়

এডুদেশ ওয়েবসাইটকে আরও প্রয়োজনীয় ও আকর্ষনীয় করার জন্য সার্বক্ষণিক সর্বাত্মক প্রচেষ্টা অব্যহত রয়েছে যাতে একজন শিক্ষার্থী এডুদেশকে একটি কার্যকরী অনলাইন লার্নিং প্লাটফর্ম বিবেচনা ক’রে ওয়েবসাইট ব্রাউজ করে। যদি কোন ভুল চোখে পড়ে, তাহলে অনুগ্রহ করে কর্তৃপক্ষকে অবগত করতে দ্বিধা করবেন না। আপনার সুপারিশকে সবসময়ই শ্রদ্ধা করি।


এডুদেশ ফ্রি!

এডুদেশ সম্পূর্ণ একটি অলাভজনক সংস্থা।

শিখন ও শিক্ষণের জন্য এটি সবসময় ফ্রি ছিল, আছে এবং থাকবে।

অতএব এডুদেশ নির্দিধায় ব্রাউজ করুন এবং আপনার জ্ঞান ডেভেলোপ করুন।


লিংক টু এডুদেশ

শিক্ষার জন্য আপনি যদি এডুদেশকে প্রয়োজনীয় ও উপকারি ওয়েবসাইট বিবেচনা করেন এবং আপনার ভিজিটরদেরকে এডুদেশ ওয়েবসাইটে পাঠাতে চান, তাহলে এই সাইটের একটি লিংক আপনার ওয়েবসাইটে দিতে পারেন।

এডুদেশ এর একটি লিংক দিতে আপনার ওয়েবসাইটে নিচের লাইনটি কপি, অতপরঃ পেস্ট করুন।


<a href="https://edudesh.com/">edudesh.com</a>