আয়তাকার ঘনবস্তুর কর্ণ ও সূত্র এবং আয়তাকার বস্তুর আয়তন
এই প্রেজেন্টেশনটি শেষে -
আয়তাকার ঘনবস্তু কী - তা বলতে পারা যাবে।
আয়ত ও আয়তাকার ঘনবস্তুর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারা যাবে।
আয়তাকার ঘনবস্তুর কর্ণ নির্ণয়ের সূত্র উদ্ভাবন করতে পারা যাবে।
আয়তাকার ঘনবস্তুর বিভিন্ন তল ও সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র উদ্ভাবন করতে পারা যাবে।
আয়তাকার ঘনবস্তুর আয়তন বিশ্লেষণ করতে পারা যাবে।
প্রাত্যহিক জীবনে আয়তাকার বস্তুর আয়তন তথা আয়তাকার ঘনবস্তু বিষয়ক সমস্যার সমাধান করতে পারা যাবে।