সহজ করে কিছু শেখা

ট্রাপিজিয়াম কাকে বলে

এই টিউটোরিয়ালটি শেষে -

ট্রাপিজিয়াম কাকে বলে - তা বলতে পারা যাবে।

ট্রাপিজিয়ামের প্রকারভেদ চিত্রসহ ব্যাখ্যা করতে পারা যাবে।



ট্রাপিজিয়াম

যে চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে ট্রাপিজিয়ামের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল। আর অপর বাহু দুইটি পরস্পর সমান্তরাল হতেও পারে, আবার নাও হতে পারে। ট্রাপিজিয়াম হলো একটি বিশেষ ধরণের চতুর্ভুজ অর্থাৎ, ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ।

ট্রাপিজিয়াম ও তার সমান্তরাল বাহুজোড়া চিত্র
ট্রাপিজিয়াম ও তার সমান্তরাল বাহুজোড়া

ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়কে ট্রাপিজিয়ামের ভূমি বলে। আর অসমান্তরাল বাহু দুইটিকে ট্রাপিজিয়ামের পা (legs) বলে। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে ট্রাপিজিয়ামের উচ্চতা বলে। যেহেতু চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে ট্রাপিজিয়াম বলে, সে হিসেবে সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র - এরা প্রত্যেকেই এক-একটি ট্রাপিজিয়াম বা ট্রাপিজয়িড। ট্রাপিজিয়ামকে যুক্তরাষ্ট্রে তথা উত্তর আমেরিকার দেশগুলিতে ট্রাপিজয়িড বলে।

ভাষা ও ভৌগলিক অবস্থানের ভিত্তিতে ট্রাপিজিয়াম ও ট্রাপিজয়িড সম্পর্কে সারা দুনিয়ায় পরস্পরবিরোধী একটি ধারণা প্রচলিত আছে। ট্রাপিজিয়াম শেখার শুরুতে সে বিষয়টি সম্পর্কে পরিস্কার ধারণা থাকা জরুরী।

  • বৃটেনে যা ট্রাপিজিয়াম (Trapezium in UK) = যুক্তরাষ্ট্রে তা ট্রাপিজয়িড (Trapezoid in US).
  • বৃটেনে যা বিষমবাহু চতুর্ভুজ (Irregular Quadrilateral in UK) = যুক্তরাষ্ট্রে তা ট্রাপিজিয়াম (Trapezium in US).

ট্রাপিজিয়াম কত প্রকার ও কি কি

ট্রাপিজিয়ামের বাহু, কোণ ও বৈশিষ্ট্যের ভিত্তিতে ট্রাপিজিয়ামকে মোটামুটি যে কয়ভাগে ভাগ করা যায় তা হলো:

  1. বিষমবাহু ট্রাপিজিয়াম
  2. সমদ্বিবাহু ট্রাপিজিয়াম
  3. সমকোণী ট্রাপিজিয়াম

বিষমবাহু ট্রাপিজিয়াম কাকে বলে

যে ট্রাপিজিয়ামের বাহু চারটি পরস্পর অসমান তাকে বিষমবাহু ট্রাপিজিয়াম বলে।

বিষমবাহু ট্রাপিজিয়াম চিত্র
বিষমবাহু ট্রাপিজিয়াম

এই ট্রাপিজিয়ামের বাহু চারটি সমান না হওয়ার কারণে এর কোণ চারটিও পরস্পর অসমান। বিষমবাহু ট্রাপিজিয়ামের কর্ণ দুইটি পরস্পর সমান নয়।


সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে

যে ট্রাপিজিয়ামের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে।

সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল ও সমান বাহুজোড়াদ্বয় চিত্র
সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল ও সমান বাহুজোড়াদ্বয়

সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের দুইটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হওয়ার কারণে, এর ভূমি সংলগ্ন কোণগুলোও পরস্পর সমান। সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয় পরস্পর সমান। আবার সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কর্ণ দুইটিও পরস্পর সমান।


সমকোণী ট্রাপিজিয়াম কাকে বলে

যে ট্রাপিজিয়ামের একটি কোণ সমকোণ বা ৯০° তাকে সমকোণী ট্রাপিজিয়াম বলে।

সমকোণী ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু ও সমকোণ চিত্র
সমকোণী ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু ও সমকোণ চিত্র

ট্রাপিজিয়ামের একটি কোণ সমকোণ হলে অপর আরেকটি কোণ স্বয়ংক্রিয়ভাবে সমকোণ হয়ে যায়। আর দুইটি সমকোণই সমান্তরাল বাহুদ্বয়ের সাথে উৎপন্ন হয়। তাই বলা যায়, একটি সমকোণী ট্রাপিজিয়ামের দুইটি কোণ ৯০° বা সমকোণ। একটি সমকোণী ট্রাপিজিয়ামের সমকোণ দুইটি ছাড়া অপর কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ


ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল একাধিক পদ্ধতিতে নির্ণয় করা যায়।

ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের গড়কে উচ্চতা দ্বারা গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়।

∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 12 ×(সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি) × উচ্চতা বর্গ একক।

মনে করি, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি a ও b; এবং তাদের মধ্যবর্তী দুরত্ব h. তাহলে,

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 12 ×(a+b) × h বর্গ একক।


ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সংক্রান্ত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা একটি প্রশ্ন

প্রশ্ন: কোনো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে. মি. ও ১৮ সে. মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা ১০ সে. মি. হলে, ঐ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধান: মনে করি, ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুইটি
a = ১২ সে. মি.,
b = ১৮ সে. মি.
এবং উচ্চতা h = ১০ সে. মি.

∴ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল = 12 ×(a+b) × h বর্গ একক

বা, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল = ×(১২+১৮) × ১০ বর্গ সে.মি.

বা, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল = × ৩০ × ১০ বর্গ সে.মি.

বা, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল = × ৩০০ বর্গ সে.মি.

∴ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল = ১৫০ বর্গ সে.মি.

উত্তর: ১৫০ বর্গ সে.মি.

ট্রাপিজিয়াম উদাহরণ

একটি ট্রাপিজিয়াম

ট্রাপিজিয়াম এর বৈশিষ্ট্য

ট্রাপিজিয়ামের কয়েকটি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো:

  1. ট্রাপিজিয়ামের দুইটি বাহু পরস্পর সমান্তরাল।
  2. ট্রাপিজিয়ামের অসমান্তরাল দুইটির মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা এর সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল।
  3. কোনো ট্রাপিজিয়ামের দুইটি বাহু পরস্পর সমান হলে তখন এটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়ে যায়।
  4. ট্রাপিজিয়ামের তির্যক বাহু সংলগ্ন কোণ দুইটি পরস্পর সম্পূরক বা ১৮০
  5. ট্রাপিজিয়ামের যেকোনো একটি কর্ণ অপর কর্ণকে একই অনুপাতে বিভক্ত করে।
  6. সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কর্ণ দুইটির দৈর্ঘ্য পরস্পর সমান।

উপরে ট্রাপিজিয়ামের মাত্র কয়েকটি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। ট্রাপিজিয়ামের সকল বৈশিষ্ট্য অন্য আরেকটি টিউটোরিয়ালে বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে।


ট্রাপিজিয়ামের উপর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন

প্রশ্ন ১: কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার এবং সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব ৮ মিটার। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত? (সরকারি চাকুরী)

ক. ৬ মিটার

খ. ৪ মিটার

গ. ১০ মিটার

ঘ. ৮ মিটার

উত্তর: ৪ মিটার

প্রশ্ন ২: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার । এর ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে? (সরকারি চাকুরী)

ক. ৫ মিটার

খ. ৬ মিটার

গ. ১০ মিটার

ঘ. ৮ মিটার

উত্তর: ৮ মিটার

প্রশ্ন ৩: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২০ বর্গ সে. মি। এর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ৩ সে. মি. এবং ৭ সে. মি.। সমান্তরাল বাহুদ্বয়ের মোট মধ্যবর্তী দূরত্ব কত? (সরকারি চাকুরী)

ক. ১ সে.মি.

খ. ২ সে.মি.

গ. ৩ সে.মি.

ঘ. ৪ সে.মি.

উত্তর: ৪ সে.মি.

প্রশ্ন ৪: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে. মি., ১৮ সে. মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ১০ সে. মি. হলে, ক্ষেত্রফল কত হবে? (শিক্ষক নিবন্ধন)

ক. ১৫০ বর্গ সে.মি.

খ. ২০০ বর্গ সে.মি.

গ. ১৫৫ বর্গ সে.মি.

ঘ. কোনটিই নয়

উত্তর: ১৫০ বর্গ সে.মি.

প্রশ্ন ৫: কোন চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান্তরাল এবং অপর দুটি বাহু তির্যক হলে চতুর্ভুজটি হবে? (সরকারি চাকুরী)

ক. রম্বস

খ. ট্রাপিজিয়াম

গ. আয়তক্ষেত্র

ঘ. বর্গ

উত্তর: ট্রাপিজিয়াম

প্রশ্ন ৬: কোন চতুর্ভুজটির কেবল মাত্র দুইটি বাহু সমান্তরাল? (সরকারি চাকুরী)

ক. আয়তক্ষেত্র

খ. সামান্তরকি

গ. রম্বস

ঘ. ট্রাপিজিয়াম

উত্তর: ট্রাপিজিয়াম

প্রশ্ন ৭: কোন ক্ষেত্রটি সামান্তরিক ক্ষেত্র নয়?(সরকারি চাকুরী)

ক. রম্বস

খ. ট্রাপিজিয়াম

গ. আয়তক্ষেত্র

ঘ. বর্গক্ষেত্র

উত্তর: ট্রাপিজিয়াম